Monday, May 1, 2017

আগামী আইপিএলে দল ছাড়বেন সাকিব-মোস্তাফিজ?

আগামী আইপিএল মওসুমে সম্ভবত কলকাতা নাইট রাইডার্সে দেখা যাবে না বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে।  টাইমস অব
ইন্ডিয়াকে এ ব্যাপারে একটি ইঙ্গিত দিয়েছেন খোদ পাঞ্জাবের অন্যতম মালিক জিনতাই। 
আগামী মওসুমে ফরম্যাটই পরিবর্তন হয়ে যেতে পারে।  ফলে কোনো খেলোয়াড়ই সম্ভবত আগের দলে থাকতে পারবেন না। 
এতে করে সাকিব আল হাসান এবং মোস্তাফিজদের নতুন দলে দেখা যেতে পারে। 
এবারের আইপিএল দুজনের জন্যই ছিল দুঃস্বপ্ন।  কেউ খেলতে পারেননি একটির বেশি ম্যাচ।

No comments:

Post a Comment