চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ৭মে চূড়ান্ত পদক্ষেপ নিবে ভারত

২৫ এপ্রিলের মধ্যে স্কোয়াড ঘোষণা করার জন্য আইসিসি থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।  ক্ষমতাধর ভারত সে সময়ের মধ্যে স্কোয়াড তো ঘোষণা করেইনি, কবে করবে তাও জানায়নি
।  বরং, আইসিসির সঙ্গে রাজস্ব সম্পর্কিত মতবিরোধের জের ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে ভারত।
তবে, ভারত সম্ভবত আইসিসি ট্রফি আর বয়কট করছে না।  স্কোয়াড ঘোষণা করার জন্য আগামী ৭ মে দিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৭ মে রোববার বিশেষ সাধারন সভায় বসতে চলেছেন ভারতীয় বোর্ড।
শুক্রবার কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর-এর প্রধান বিনোদ রাই মিডিয়াকে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানোর জন্য সে অর্থে কোনও নির্ধারিত সময় ধার্য করা হয়নি আইসিসির তরফ থেকে।  ১ জুন প্রথম খেলা, তার আগে নিশ্চয়ই কিছু হবে।
আমরা ৭ মে সবার মেতর উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেব।  তবে আলোচনা যাতে ফলপ্রসু হয় সে জন্য সম্ভাব্য সব রাস্তাই খোলা থাকছে।  আশা করি কিছু উপায় বের হবেই। ’

0 Comment "চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ৭মে চূড়ান্ত পদক্ষেপ নিবে ভারত"

Post a Comment