এবার একাদশে ফেরার অপেক্ষায় নাসির

প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোকের বিপক্ষে রানের দেখা পেয়েছেন নাসির হোসেন। ৫ চারে ৩০ বলে ২৬ রান করেছেন তিনি।টাইগারদের পক্ষে সর্বোচ্চ ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম।
মূলত মুশফিকের ব্যাটে ভর করে ৩৪৬ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।দুই ওপেনার সৌম্য সরকার ৭৩ আর ইমরুল কায়েসের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল এদিন বিশ্রামে ছিলেন।
মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। ডিউক অব নরফোকের অধিনায়ক সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সাবেক দলনেতা ক্রিস অ্যাডামস।
এদিকে আগামী জুনে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। তার আগে আয়ারল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ। ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ।
১৭ মে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১৯ মে আবার আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২৫ মে আবার ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি পর্বে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতকে মোকাবেলা করবে সাকিব-তামিমরা। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। ৫ জুন টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৯ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

0 Comment "এবার একাদশে ফেরার অপেক্ষায় নাসির"

Post a Comment