ক্রিকেটে সেরা ১১ ছবির তিনটিই বাংলাদেশের- দেখিন ছবিগুলো

প্রতি বছরই ক্রিকেটে সেরা ছবি বাছাই করে উইজডেন-এমসিসি।  এবারো তার ব্যত্যয় ঘটেনি।  ২০১৬ সালে ক্রিকেটাঙ্গনে ঝড় তোলে সেরার
তালিকায় স্থান করে নিয়েছে ১১টি ছবি।  এর মধ্যে তিনটিই বাংলাদেশের।  আরটিভি অনলাইনের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো। 

১. এ বছর ক্রিকেটাঙ্গনে আলোচিত হয় অসংখ্য ছবি।  এর মধ্যে সেরা ছবি নির্বাচিত হয়েছে কাশ্মীরের শ্রীনগরের মুঘল বাগানে ছেলেদের ক্রিকেট খেলার ছবিটি।  এজন্য সেরা ফটোগ্রাফারেরও পুরস্কার পেয়েছেন স্থানীয়  ২. ২০১৬ সালের জানুয়ারিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলার সময় দু’দিকে জ্বলতে থাকা আগুনের শিখায় দু’হাত উষ্ণ করেন বিরাট কোহলি।  এ বছর সেটিই দ্বিতীয় সেরা ছবি নির্বাচিত হয়েছে।  এজন্য রানার্স-আপ পুরস্কার জিতেছেন আসাঙ্কা ব্রেন্ডন রত্নায়াকে৩. তৃতীয় সেরা হয়েছে চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটিংয়ের ছবি।

0 Comment "ক্রিকেটে সেরা ১১ ছবির তিনটিই বাংলাদেশের- দেখিন ছবিগুলো"

Post a Comment