বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবের আইডল যিনি

চলছে জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)  এবারের আসর।  কিন্তু দুঃসংবাদ এই যে, কলকাতা নাইট রাইডার্স পাঁচটি ম্যাচ খেলে ফেললেও সাকিব আল হাসানকে দেখা
যায়নি একটিতেও।  যদিও, যথেষ্ট শক্তিশালী অবস্থানেই আছে কেকেআর।

চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে গৌতম গম্ভীরের দল।  মাঠের এই পারফরম্যান্সের মূলে আছে মাঠের বাইরে ক্রিকেটারদের মধ্যেকার সৌহার্দ্রপূর্ণ সম্পর্ক।

কেকেআরেরর উদ্যোগে দলের ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করেন।  এই যেমন সেদিনই দলের শীর্ষ ক্রিকেটাররা নিজেদের সবচেয়ে পছন্দের ভারতীয় ক্রিকেটারের নাম বললেন।

বর্তমান সময়ে সাকিবের পছন্দের ভারতীয় ক্রিকেটার হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।  তবে, সর্বকালের বিবেচনায় তিনি ভারতীয়দের মধ্যে এগিয়ে রেখেছেন রাহুল দ্রাবিড়কে।

তবে, সাকিব জানিয়েছেন তাঁর আইডল বাংলাদেশের সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিক।  ছোটবেলায় তাঁকে দেখেই বড় হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

0 Comment "বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবের আইডল যিনি"

Post a Comment