বাংলাদেশের সেরা ক্রিকেটারদের বার্ষিক বেতন হবে প্রায় অর্ধ কোটি টাকা

বাংলাদেশের যে ক্রিকেটাররা জাতীয় দলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ম্যাচ ফি ও বেতন বাড়িয়েছে ক্রিকেট বোর্ড বিসিবি।
এর ফলে 'এ প্লাস' ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন প্রতি মাসে চার লক্ষ টাকা, যারা আগে পেতেন মাসে আড়াই লক্ষ টাকা। তাদের বার্ষিক বেতন হতে যাচ্ছে অন্তত ৪৮ লক্ষ টাকা।
'এ' ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন মাসে দু লক্ষ থেকে বাড়িয়ে তিন লক্ষ, 'বি' ক্যাটাগরির বেতন দেড় লক্ষ থেকে বাড়িয়ে দু' লক্ষ, 'সি' ক্যাটাগরির বেতন এক লক্ষ থেকে বাড়িয়ে দেড় লক্ষ এবং ডি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭৫ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ করা হয়েছে।
প্রতিটি টেস্ট খেলার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি দু' লক্ষ থেকে বাড়িয়ে সাড়ে তিন লক্ষ টাকা করা হয়েছে।
বিসিবির পরিচালকদের এক বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি ২০১৭ থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।
বিবিসি বাংলায় আরো পড়ুন:
সোনু নিগমকে মাথা কামাতে বলা সেই পীরকে 'হত্যার হুমকি'
'বড় কোন হামলার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা'
ভারতে ইঁদুর কামড়ে খরাপীড়িত কৃষকের প্রতিবাদ
ওয়েলসে মেয়েদের খৎনার ঘটনা ধরা পড়লো এক বছরে ১২৩টি
কাশ্মিরে যাযাবরদের ওপর 'গো-রক্ষকদের' হামলাতা ছাড়া প্রতিটি ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার ফি হবে এক লক্ষ থেকে বেড়ে ২ লক্ষ টাকা, এবং টি ২০ আন্তর্জাতিকের ম্যাচ ফি বেড়ে হচ্ছে ৭৫ হাজার থেকে বেড়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নতুন অধিনায়ক হচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি মাশরাফি বিন মুর্তজার স্থলাভিষিক্ত হচ্ছেন।
সম্প্রতি মাশরাফি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

0 Comment "বাংলাদেশের সেরা ক্রিকেটারদের বার্ষিক বেতন হবে প্রায় অর্ধ কোটি টাকা"

Post a Comment