সুযোগ পেয়েই ম্যাচ সেরা হোলেন কনে উইলিয়ামসন

মোস্তাফিজুর রহমান আরো একটা ম্যাচে হায়দরাবাদ একাদশের বাইরে থাকলেন।  তবে প্রথম সুযোগেই সবটুকু আলো নিজের করে নিয়েছেন সানরাইজার্সের কেন উইলিয়ামসন।
 নেমেই ম্যাচ সেরা হয়েছেন এই নিউজিল্যান্ডার।  তাতে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়েছে হায়দরাবাদ।

রাজীব গান্ধী স্টেডিয়ামে বুধবার রাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯১ রান তোলে হায়দরাবাদ।  জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৬ রানের বেশি এগোতে পারেনি দিল্লি।

ডেভিড ওয়ার্নারকে (৪) হারানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল হায়দরাবাদের।  এরপর শেখর ধাওয়ান ও উইলিয়ামসনের ১৩৬ রানের জুটি।  ধাওয়ান ৭ চার ও ১ ছয়ে ৫০ বলে ৭০ রানে ফিরেছেন।  উইলিয়ামসন থেমেছেন ৮৯ রানে।  নিজের ইনিংসটি ৬ চার ও ৫ ছয়ে ৫১ বলে সাজিয়েছেন কিউই অধিনায়ক।

দিল্লির ক্রিস মরিস ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন।  সানরাইজার্সের আউট হওয়া চার ব্যাটসম্যানই সাউথ আফ্রিকান অলরাউন্ডারের শিকার।

জবাব দিতে নেমে ৩ চার ও ২ ছয়ে স্যাঞ্জু স্যামসনের ৩৩ বলে ৪২, করুন নায়ারের ৫ চার ও ১ ছয়ে ২৩ বলে ৩৩ রানে এগোতে থাকে দিল্লি।  পরে শ্রেয়াস আয়ারের ৫ চার ও ২ ছয়ে ৩১ বলে অপরাজিত ৫০, অ্যাঞ্জেলো ম্যাথুজের ২ চার ও ১ ছয়ে ২৩ বলে ৩১ রানেও ১৫ ব্যবধান দূরে আটকে যায় ডেয়ারডেভিলসরা।

এতে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল হায়দরাবাদ।  আর ৫ ম্যাচে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে চারে দিল্লি। 

0 Comment "সুযোগ পেয়েই ম্যাচ সেরা হোলেন কনে উইলিয়ামসন"

Post a Comment