ইডেনে বলে হাতে নয় এবার ব্যাট হাতে রেকর্ড গড়লেন সুনীল নারিন

ইডেনে এদিন ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন নারিন৷ ১৭ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মারেন নাইট স্পিনার৷বল হাতে নয়, ব্যাট হাতে রেকর্ড
গড়লেন সুনীল ফিলিপ নারিন৷ শুক্রবার ইডেনে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে কোনও সিঙ্গলস রান না-নিয়ে আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ  রানের নজির গড়েন নাইটদের এই ক্যারিবিয়ান অফ-স্পিনার৷

৪২ রানই এসেছে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে৷ আইপিএল-এর ইতিহাসে এটি রেকর্ড৷ এর আগে কোনও সিঙ্গলস রান না-নিয়ে সর্বোচ্চ ৩৬ রান ছিল সনৎ জয়সূর্যর৷ ২০০৮ আইপিএল এই রেকর্ড গড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে শ্রীলঙ্কার বাঁ-হাতি ওপেনারের৷

নারিনের ব্যাটিং সুনামিতে এদিন লায়ন্সের বিরুদ্ধে স্বপ্নের শুরু করে কেকেআর৷ মাত্র ৪.১ ওভারে ৫০-এর গন্ডি টপকে যায় কেকেআর৷ তবে ৩.২ ওভারে অবশ্য রায়নার বলে নারিন ঝড় থেমে যায়৷

ভয়ঙ্কর হয়ে ওঠা নারিনকে ডাগ-আউটে ফেরান লায়ন্স অধিনায়ক৷ এর আগে ইডেনে কিংস ইলেভেনের বিরুদ্ধেও ওপেন করতে নেমে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন নারিন৷)

0 Comment "ইডেনে বলে হাতে নয় এবার ব্যাট হাতে রেকর্ড গড়লেন সুনীল নারিন"

Post a Comment