যে কারণে দেশে ফিরছেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) চলতি আসরে খেলতে এখন ভারতে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
সাকিব গেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে। আর মোস্তাফিজ সানরাইজার্স হায়দারাবাদের হয়ে।এবারের আসরে মোস্তাফিজ মাত্র একটি ম্যাচে একাদশে নিয়েছে তার দল। তবে সাকিব এখনো একটি ম্যাচেও একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।

এদিকে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সাসেক্সে দশদিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মাশরাফিরা।

জানা গেছে, আগামী ২৫ এপ্রিল দেশে ফিরে আসবেন মোস্তাফিজুর রহমান। এরপর তিনি দলের সঙ্গে যোগ দিবেন। তবে সাকিব দেরিতেই ফিরবেন। সাসেক্সে দলের সঙ্গে তিনি যোগ দিবেন আগামী ৪ মে।

আগামী ২২ এপ্রিল রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দারাবাদের। এরপর ২৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সানরাইজার্স ওয়ার্নারের দল।

0 Comment "যে কারণে দেশে ফিরছেন মোস্তাফিজ"

Post a Comment