কোহেলিবাহিনীকে আফ্রিদির ধন্যবাদ

নিজেদের স্বাক্ষর করা জার্সি উপহার দেওয়ার জন্য অধিনায়ক বিরাট কোহলি সহ ভারতীয় দলকে ধন্যবাদ জানিয়েছেন পাক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি টুইট করে বিরাট
ও গোটা ভারতীয় দলকে ধন্যবাদ জানিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা দিয়েছিলেন ৩৭ বছর বয়সী আফ্রিদি। অাফ্রিদির ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকবার ভারতীয় দলের বিপক্ষে মাঠে নামলেও ভারতের অনেক খেলোয়ারের সঙ্গে আফ্রিদির সম্পর্ক বেশ উষ্ণ। তাই বৈরী দেশের এই খেলোয়ারের প্রতি অন্তরঙ্গতা দেখিয়ে এবং ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে সই করা একটি জার্সি উপহার দেন বিরাটরা।
সেই জার্সিতে সই করেন বিরাট, আশিস নেহরা, সুরেশ রায়না, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক রাহানে, শিখর ধবন, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পাণ্ড্যরা। পাশাপাশি, ট্যুইট করে আফ্রিদিকে শুভেচ্ছা জানান বিরাট। সেই কারণেই ধন্যবাদ জানালেন আফ্রিদি।

0 Comment "কোহেলিবাহিনীকে আফ্রিদির ধন্যবাদ"

Post a Comment